জাতীয় কবির সমাধি চত্বরে সমাহিত করা হবে ওসমান হাদিকে
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ ডিসেম্বর) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছে সমাহিত করা হবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ।
তিনি বলেন, ‘ওসমান হাদির পরিবারের চাওয়া এবং সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের চিঠির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’
তিনি জানান, ওসমান হাদির দাফন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় কী ধরনের নিরাপত্তাজনিত প্রস্তুতি নেওয়া প্রয়োজন, এসব নিয়ে সিন্ডিকেটের অনলাইন বৈঠকে আলোচনা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই সমাহিত রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ওই চত্বরে তিনি ছাড়াও বেশ কয়েকজন শিক্ষক ও বুদ্ধিজীবীর কবর রয়েছে বলেও জানান ড. সাইফুদ্দীন আহমদ।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ওসমান হাদির মরদেহ। বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এরপর তার মরদেহ ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার বেলা দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
মনোয়ারুল হক/
