ইনকিলাব মঞ্চের যেকোনো ধরনের সহিংসতা পরিহারের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৯ ডিসেম্বর) : শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশের সাধারণ জনগণকে যেকোনো ধরনের সহিংসতা পরিহারের অনুরোধ জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে বিবৃতির মাধ্যমে এ অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, ওসমান হাদি তার শত্রুর সঙ্গেও আমৃত্যু ইনসাফ চেয়েছেন, বুদ্ধিবৃত্তিক লড়াই করতে চেয়েছেন। যিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, তাকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হচ্ছে।

যারা এই ঘটনাকে কাজে লাগিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে তাদেরকে সন্দেহের চোখে দেখুন। কোনোভাবেই দেশকে অকার্যকর হতে দেওয়া যাবে না।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ