ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৯ ডিসেম্বর) : আবারও ফিফা বিশ্বকাপের স্বপ্নের ট্রফি খুব কাছ থেকে দেখার সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসবে প্রতিযোগিতার সোনালি ট্রফিটা।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে কোকা-কোলা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি ৩০টি ফিফা সদস্য দেশ সফর করবে। মোট ৭৫টি স্থানে, প্রায় ১৫০ দিনের এই সফরে ফুটবলভক্তরা একবারের জন্য হলেও মূল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। ২০২২ বিশ্বকাপের আগেও বাংলাদেশের দর্শকরা এই সুযোগ পেয়েছিলেন।

বাংলাদেশের ফুটবল প্রেমিদের বিশ্বকাপ ট্রফির দেখার ও ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দিতে এরই মধ্যে একটি ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন চালু করেছে কোকা-কোলা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ