ওসমান হাদির মৃত্যুতে ধানমন্ডি ৩২ নম্বরে আবার অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৯ ডিসেম্বর) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগ করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ধানমন্ডি ৩২ নম্বর এলাকাতেও আবার বিক্ষোভ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে এবং ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেয়।
এসময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং ‘৩২ এর আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ শ্লোগান দিতে থাকে।
হাদির মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পরপরই রাজপথে নেমে আসে হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে তারা মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় কয়েকশ বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় রাস্তার সামনে অবস্থান নেয়। কিছুজন ভবনের ভিতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় এবং শ্লোগান দিতে থাকে। আন্দোলন এখনও চলছে।
মনোয়ারুল হক/
