শ্রীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (১৬ ডিসেম্বর) : মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। এ উপলক্ষে শ্রীপুর উপজেলার গোলচত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সালেক মিয়া। এরপর শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন, সাবেক উপজেলা যুবদলের সভাপতি খন্দকার আশরাফুল ইসলাম নালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি মুন্সি ইয়াসিন সোহেল, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, শ্রমিক দলের আহ্বায়ক মোল্যা সেলিম রেজা এবং শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তরসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিশেষ ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাঁদের সাহস, ত্যাগ ও দেশপ্রেম জাতির জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আজকের এই বিজয়ের দিনে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করেই দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
মনোয়ারুল হক/
