নির্বাচন সামনে রেখে শ্রীপুরে পুলিশের মহড়া, জনমনে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), আলোকিত সময়, (১৪ ডিসেম্বর) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা জেলার শ্রীপুর থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়ার নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনকালীন সময়ে শ্রীপুর থানা এরিয়ার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যে থানার গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় এই মহড়া পরিচালনা করা হয়। মহড়ার মাধ্যমে যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সম্ভাব্য হুমকি মোকাবিলায় পুলিশের প্রস্তুতির বার্তা দেওয়া হয়।

এ সময় নবাগত ওসি শাহিন মিয়া বলেন, পুলিশ জনগণের সেবায় সর্বদা নিয়োজিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্রীপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সজাগ রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ প্রশাসনের এই তৎপরতায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা নির্বাচনকালীন নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই উদ্যোগের জন্য নবাগত ওসি শাহিন মিয়া ও শ্রীপুর থানা পুলিশ প্রশাসনের ভূমিকাকে প্রশংসা করছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ