মন্দারমণির সমুদ্রের পাড়ে আগুন ধরালেন স্বস্তিকা

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ ডিসেম্বর) : স্বস্তিকা মুখোপাধ্যায়ের পোস্ট মানেই কিছু না কিছু চমক থাকবেই। সেটা তার সাহসী অভিনয় হোক বা নানা বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট, সবসময়ই আলোচনায় থাকেন অভিনেত্রী। শাড়ি হোক বা ওয়েস্টার্ন, বরাবরই আত্মবিশ্বাসী অভিনেত্রী। এ বার ৪৫তম জন্মদিনে বিকিনিতে মন্দারমণির সমুদ্রের পাড়ে আগুন ধরালেন স্বস্তিকা।

লোকে কী বলবে, এসবে কখনোই খুব একটা চিন্তিত নন তিনি। কখনো কখনো মাত্রা ছাড়ালে কড়া জবাব দিতেও পিছপা হন না স্বস্তিকা। এ বার হলুদ ও সাদা রঙের চেক বিকিনি স্টাইল পোশাকে সবার নজর কাড়লেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই তুলে ধরেছেন একঝাঁক ছবি।

বিকিনি স্টাইল পোশাকের সঙ্গে চোখে সানগ্লাস, গলায় মুক্তোর মালা। অভিনেত্রী লিখেছেন, ‘এই শরীরটা বেঁচে আছে। গর্ভে সন্তানধারণ করেছে। কাজ করেছে, যত্ন করেছে, দুঃখ এসেছে, আনন্দ করেছে, রাজনীতি করেছে, প্রতিরোধ করেছে।

এমন একটা শরীর যা সমাজ যখন অদৃশ্য হতে বলেছিল তখন অবসর নেয়নি। এমন একটা দেহ যা এখনও জল, সূর্য, স্থান দাবি করে। যদি এটা কাউকে অস্বস্তিতে ফেলে, তবে ভালো।’

বয়স যে কেবলই একটা সংখ্যা মাত্র, এ কথা সবসময়ই মনে করেন তিনি। তবে সমাজের বেশ কিছু প্রতিবন্ধকতা অনেকক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়ায়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ