হাদিকে নিয়ে মির্জা আব্বাসের নামে অপপ্রচারের অভিযোগে মামলা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ ডিসেম্বর) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় একই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে জড়িয়ে সংবাদ প্রচারের অভিযোগে মামলা করা হয়েছে।
মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক আজকের কণ্ঠ নামে অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে এ মামলাটি করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নালিশি (সিআর) মামলাটি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া।
বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলায় আনা অভিযোগ তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় নিউজ পোর্টালের এডমিনসহ অজ্ঞাতনামা সহযোগীদের আসামি করা হয়েছে।
মামলার বাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন আচরণবিধি অনুসরণ করে নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন। এ সময় নির্বাচনি ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং সম্ভাবনাময় প্রার্থীদের কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার অংশ হিসেবে আসামিরা জেনেশুনে মিথ্যা তথ্য সত্য হিসেবে প্রচার করে জনসাধারণকে বিভ্রান্ত করছেন।
আবেদনে আরও বলা হয়, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়।
এ ঘটনার পেছনে বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে। ইতোমধ্যে হামলাকারীর ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধী শনাক্তের কাছাকাছি রয়েছে।
এমন পরিস্থিতিতে ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত ও সম্ভাব্য বিজয়ী প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনি ফলাফল ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এবং তার কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে অনলাইন পোর্টালটিতে ‘মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
মির্জা আব্বাসের ব্যক্তিগত চরিত্র ও নির্বাচনি আচরণ সম্পর্কে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যেই ওই সংবাদ প্রকাশ করা হয়েছে।
গত ১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বসে ওই সংবাদটি অবলোকন করেন। বিষয়টি আদালতের নজরে আনতে এ মামলা করা হয়েছে বলে উল্লেখ করেন মামলার বাদী।
মনোয়ারুল হক/
