মতামতের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প প্রস্তাব করা হবে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (৫ অক্টোবর) : রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিকল্প প্রস্তাব প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

তিনি জানান, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিকল্প প্রস্তাব প্রণয়ন করতে চায় কমিশন। রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রস্তাবই বাস্তবায়নের পথ তৈরি করবে। তবে দলগুলো একমত না হলে একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে কমিশন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দুপুর ১২টার দিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কমিশন আয়োজিত চতুর্থ বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, ‘কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলেও সেটিকে চূড়ান্ত বলা ঠিক হয়নি। এ বিষয়ে কমিশন দুঃখ প্রকাশ করছে।’

তিনি জানান, কমিশন ইতোমধ্যে ছয়টি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছে এবং এগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা চলছে। কমিশনের প্রস্তাব সরকারের সামনে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ হিসেবেও উপস্থাপন করা হতে পারে।

তিনি বলেন, ‘দলগুলো যদি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট প্রস্তাব দেয়, তাহলে ঐকমত্যের ভিত্তিতে আমরা তা সমন্বয় করে অন্তর্বর্তী সরকারের কাছে পাঠাব।’

কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ১৫ অক্টোবর। তবে এর আগেই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার কার্যক্রম শেষ করতে চায় কমিশন।

‘আমরা চাই, এর আগেই কাজ শেষ হোক’, বলেন ড. রীয়াজ।

কমিশনের সহসভাপতি আরও বলেন, তিন চতুর্থাংশ রাজনৈতিক দল তাদের প্রতিনিধির নাম দিয়েছে, কিছু দল হয়তো ব্যস্ততার কারণে এখনো দেয়নি।

আজ সকালে প্রধান উপদেষ্টার সাথে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে দ্রুততম সময়ে প্রক্রিয়া সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়।

তিনি বলেন, আগের তিন দিনের আলোচনায় যে প্রস্তাবগুলো এসেছে, তা সম্মিলিতভাবে উপস্থাপন করা হলে ভালো হয়। দলগতভাবে না করে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত এলে সেটিই কার্যকর হবে।

তিনি আরও বলেন, ৩০টি রাজনৈতিক দল যদি একমত হয়, তাহলে বিশেষজ্ঞদের সঙ্গে আর বসার প্রয়োজন হবে না।

কমিশনের আশা, এই বৈঠকের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

তবে বিশ্লেষকরা মনে করছেন, সব প্রধান দল স্বাক্ষর না করলে সনদের কার্যকারিতা প্রশ্নের মুখে পড়তে পারে।

অধ্যাপক রীয়াজ বলেন, ‘১৬ বছর ধরে যে রাজনৈতিক সংকট চলছে, তা কাটিয়ে উঠতে সবাইকে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের দায়িত্ব নিতে হবে। দলের চেয়ে নাগরিকের অধিকার বড় – এই চেতনা নিয়েই আমাদের এগোতে হবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ