প্রথম সোশ্যাল বন্ড ইস্যুর অনুমোদন পেল ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (৫ অক্টোবর) : দেশের প্রথম সোশ্যাল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংক। 
এ অনুমোদনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের টেকসই অর্থায়নে নতুন ধারা শুরু করছে। ১ হাজার কোটি টাকার এ বন্ডের নাম ‘ব্র্যাক ব্যাংক সোশ্যাল সাব-অর্ডিনেটেড বন্ড’। এর ফলে ব্যাংকের টিয়ার-টু ক্যাপিটাল আরও শক্তিশালী হবে, যা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নারী উদ্যোক্তা, কৃষি, খাদ্য নিরাপত্তা, সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন খাতে অর্থায়ন সুবিধা আরও সহজ করবে।

আইসিএমএ-এর সোশ্যাল বন্ড প্রিন্সিপালস ২০২৫ অনুযায়ী প্রণীত এই বন্ড ফ্রেমওয়ার্ককে আন্তর্জাতিক সংস্থা এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংস সেকেন্ড পার্টি অপিনিয়নের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে। এটি বাংলাদেশের প্রথম এমন উদ্যোগ।

ব্র্যাক ব্যাংকের এই পদক্ষেপ ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তর্জাতিক মানের প্র্যাকটিস চর্চার পরিচায়ক। ব্র্যাক ব্যাংক টেকসই অর্থায়নের ক্ষেত্রে দেশের মধ্যে নেতৃত্বস্থান আরও সুদৃঢ় করেছে।

২০২৪ সালের ব্লুমবার্গ ইএসজি রেটিংয়ে ব্র্যাক ব্যাংক দেশের মধ্যে প্রথম হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবিলিটি রেটিংয়ে ধারাবাহিকভাবে পঞ্চম বছরের মতো টপ সাসটেইনেবল ব্যাংকের স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫-এ ‘সাসটেইনেবল এসএমই ফাইন্যান্সিয়াল অব দ্য ইয়ার-এশিয়া’ সম্মাননাও অর্জন করেছে। বর্তমানে ব্যাংকের মোট ঋণ পোর্টফোলিওর ৮২ শতাংশ টেকসই অর্থায়ন খাতে বিনিয়োগ করা আছে।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, বাংলাদেশের প্রথম সোশ্যাল সাব-অর্ডিনেটেড বন্ড আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ক্ষমতায়ন করবে, নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা ত্বরান্বিত করবে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে এবং স্বাস্থ্য ও আবাসন খাতকে সহজ করবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ