রোহিঙ্গা ইস্যুতে আজ জাতিসংঘে সম্মেলন

নিউজ ডেস্ক, এবিসি নিউজ, ঢাকা (৩০ সেপ্টেম্বর) : মায়ানমারের জান্তা বাহিনীর গণহত্যা ও নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা বৃদ্ধি ও তাদের নিজ দেশে প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘের উদ্যোগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রথম আন্তর্জাতিক সম্মেলন।

জাতিসংঘের সদস্যভুক্ত শতাধিক দেশের প্রতিনিধির পাশাপাশি সম্মেলনে অংশ নেবেন বিভিন্ন দাতা সংস্থাসহ শরণার্থীবিষয়ক সংস্থার প্রধানরা। সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হবে মায়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন। দিনব্যাপী এই সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা ইস্যুতে বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সম্মেলনে রোহিঙ্গা ইস্যুকে মূল ফোকাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই সংকটকে আবার আন্তর্জাতিকভাবে কূটনীতিকদের সামনে নিয়ে আসা। এটা যেন আবার বিশ্বের মানুষ, গণমাধ্যম, রাজনীতিকরা গুরুত্ব দিয়ে ভাবেন। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে, উচ্চপর্যায়ের এই বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন, মায়ানমারে শান্তি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা বৃদ্ধি এবং শরণার্থী শিবিরের নিরাপত্তার বিষয়টি যেন গুরুত্ব পায়। জাতিসংঘের সদস্যভুক্ত শতাধিক দেশের প্রতিনিধিদের সামনে রোহিঙ্গা সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করতে পথনির্দেশিকা চাইবেন ড. ইউনূস।

রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দ কমে যাওয়ায় তৈরি হয়েছে নতুন সংকট। ইউএনএইচসিআর বলছে, চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ১০ কোটি ৪৩ লাখ ডলার অর্থসহায়তা এসেছে বাংলাদেশে। তবে এখনো ঘাটতি আছে ১৫ কোটি ১২ লাখ ডলার। রোহিঙ্গাদের জন্য প্রয়োজন মোট ২৫ কোটি ৫৫ লাখ ডলার। এই ঘাটতি মেটাতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানানো হবে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ