নির্বাচনে জাতিসংঘের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক, এবিসি নিউজ, ঢাকা (৩০ সেপ্টেম্বর) : আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে এ প্রত্যাশা করেন তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘আগামী কয়েক মাস গুরুত্বপূর্ণ হবে। নির্বাচনের জন্য আমাদের আপনাদের সমর্থন প্রয়োজন।’
জবাবে গুতেরেস বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে নির্বাচনের পাশাপাশি সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে জানান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ