ব্যর্থ সাইফের লড়াই, হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (২৫ সেপ্টেম্বর) : এমন লক্ষ্য এশিয়া কাপে এক ম্যাচ আগেই একবার স্পর্শ করেছিল বাংলাদেশ। সেটি সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে। ৭ উইকেটে লঙ্কানরা করেছিল ১৬৮ রান। বাংলাদেশ লক্ষ্যে পৌঁছেছিল ১ বল ও ৪ উইকেট হাতে রেখে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচেও বাংলাদেশ টার্গেট পেয়েছিল ১৬৯ রানের। অথচ দুই ম্যাচে দুই ফল। শ্রীলঙ্কাকে হারাতে পারলেও এই ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ।

দুই ম্যাচেই ব্যাট হাতে আলো ঝড়িয়েছেন সাইফ হাসান। লঙ্কানদের বিপক্ষে দীর্ঘক্ষণের জন্য সঙ্গী হিসেবে সাইফ পেয়েছিলেন তাওহীদ হৃদয় ও লিটন দাসকে। সাইফ নিজে করেছিলেন ৪৫ বলে ৬১ রান। লিটন ২৩ রান করলেও তাওহীদ ছিলেন মারমুখী। খেলেন ৩৭ বলে ৫৮ রানের ইনিংস।

বুধবার দুবাইয়ে ভারতের বিপক্ষেও প্রবল প্রতাপে দাঁড়িয়ে গেলেন সাইফ হাসান। ক্রিজে টিকে থাকলেন চার-ছক্কা ফুলঝুরি মাতিয়ে। যেভাবে ম্যাচ জেতা যায় আর কি। কিন্তু সেভাবে সঙ্গী হিসেবে পেলেন না কাউকে। হলো না বড় জুটিও। মাত্র দুজন পেলেন ডাবল ডিজিটের রান। বাংলাদেশ হারল ৪১ রানে। টানা দুই জয়ের সুবাদে এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটি তাই দাঁড়াচ্ছে অলিখিত ফাইনালে। 

লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের সবচেয়ে বড় জুটি ৪২ রানের, সাইফ-ইমন। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচে পঞ্চাশের ওপরেই জুটি ছিল ৩টি। জুটি গড়তে না পারার খেসারতই দিতে হলো বাংলাদেশকে।

সাইফের ৫১ বলে ৫ ছক্কা ও তিন চারে ৬৯ রানের ইনিংসটি জ্বলজ্বল করছে যেমন, আফসোসও বাড়াচ্ছে। ব্যর্থ হলো এই তরুণের একক লড়াই। পারভেজ হোসেন ইমন ২১ রানের ইনিংস খেললেও বাকিরা কেউ ছুতে পারেনি দুই অংকের ডিজিট। অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে জাকের আলী রানআউট, শামীম শুন্য। তাওহীদ (৭) চেষ্টা করেও পারলেন না। রিশাদ (৩ বলে ২ রান) কবে ব্যাট হাতে জ্বলবে, তার প্রতীক্ষায় অনেকে। শেষের দিকে দারুণ ব্যাটিং অলরাউন্ডার হয়ে ওঠা তানজিম সাকিবও মারলেন গোল্ডেন ডাক। বুমরাহর পেস অ্যাটাক ও কুলদীপের স্পিনের মায়াজাল এড়াতে পারেনি বাংলাদেশ। জয় জিনিসটা তাই ধরায় দেয়নি। ৪ ওভারে ১৮ রানে কুলদীপের শিকার তিনটি। বুমরাহ পেয়েছেন দুটি।

এর আগে ভারতের হয়ে ওপেনিংয়ে নামা অভিষেক শর্মা খেলেন ৩৭ বলে ৭৫ রানের ইনিংস। তার ব্যাটে আভাস মিলছিল খুব বড় স্কোর। তবে সেটি হতে দেয়নি বাংলাদেশের সম্মিলিত বোলিং আক্রমণ। তানজিম বেশ ভালো বোলিং করেছেন। ৪ ওভারে দিয়েছেন ২৯। উইকেট একটি। রিশাদ দুটি, মোস্তাফিজ ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

ভারতের কাছের হারের হতাশা ভুলতে না ভুলতেই আবার মাঠে নামতে হবে বাংলাদেশ। যে ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত সেমিফাইনালে। যারা জিতবে তারা ফাইনাল খেলবে আগামী ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে। বাংলাদেশের পরাজয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ