বিসিবি নির্বাচন: ক্রিকেটারদের লড়াই, নাকি রাজনৈতিক
ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (২৪ সেপ্টেম্বর) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন ঘিরে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। প্রার্থীদের তালিকায় আছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক—আমিনুল ইসলাম ও তামিম ইকবাল। খেলোয়াড়ি জীবনে জাতীয় দলে তাদের অবদান ছিল অসামান্য। তবে তাদের সেই পরিচয় ও ভাবমূর্তি এখন অনেকটাই অতীত।
কিন্তু ক্রিকেট প্রশাসনে তাদের উপস্থিতিকে ঘিরে আলোচনায় উঠে এসেছে খেলাধুলার বাইরে রাজনৈতিক রঙ। বিসিবির পরিচালনা পর্ষদের ৬ অক্টোবরের নির্বাচন সামনে রেখে এই দুজনকে ঘিরে ক্রীড়াঙ্গনে যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার মূলে সেই রাজনীতিই। পরিণতিতে বিসিবির নির্বাচনসংক্রান্ত বিতর্ক এরই মধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে।
আমিনুলকে ঘিরে সরকারের প্রত্যক্ষ সমর্থনের কথা শোনা যাচ্ছে, অন্যদিকে তামিমকে বিএনপির প্রার্থী হিসেবে দেখছেন অনেকেই। ফলে বিসিবির নির্বাচন মাঠে রূপ নিয়েছে রাজনৈতিক পাল্টাপাল্টিতে।
জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত সভাপতির দায়িত্ব পালনকারী আমিনুল শুরুতে নির্বাচন শেষে সরে যাওয়ার ইঙ্গিত দিলেও এখন তিনি পরিচালক ও পরবর্তীতে সভাপতি পদে লড়াইয়ের জন্য প্রস্তুত। অপরদিকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই আলোচনায় থাকা তামিমও কাউন্সিলর হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন।
তামিমের চারপাশে বিএনপিপন্থী নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা ও বিভিন্ন সংগঠকের অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়েছে। অন্যদিকে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রত্যক্ষ প্রভাবের কারণে আমিনুলের অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে।
আমিনুল যেমন বিসিবির নির্বাচনে ‘সরকারদলীয়’ প্রার্থী হিসেবে পরিচিতি পেয়ে গেছেন, তেমনি তামিমের পেছনেও আছে বিএনপির সমর্থন। বিসিবির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি বেশ আগেই সংবাদমাধ্যমে বলেছেন, বিসিবির এবারের নির্বাচনে তামিম বিএনপির প্রার্থী।
আলী আসগরের এ বক্তব্য তামিম ও বিএনপিকে কিছুটা অস্বস্তিতে ফেললেও সূত্র জানিয়েছে, লন্ডনে বিএনপির হাই কমান্ড থেকে সবুজসংকেত পেয়েই কথাটা বলেছিলেন লবি। পরবর্তী সময়ে হাই কমান্ড থেকে একই বার্তা পেয়েছেন বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকেরা। তখন থেকেই তামিমের হয়ে নির্বাচনের মাঠে নামেন তাঁরা।
২১ সেপ্টেম্বর রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কাউন্সিলর মনোনয়নে অনিয়মের অভিযোগ করেন জেলা, বিভাগ ও ক্লাব–সংশ্লিষ্ট সংগঠকেরা। সেখানেও তামিমের আশপাশে থাকা সবাই ‘বিএনপির লোক’ হিসেবে পরিচিত। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল মাহমুদ চৌধুরী। ইশরাক বিসিবির নির্বাচনে ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর।
ফলে বিসিবির নির্বাচন এখন আর শুধু ক্রিকেটের নেতৃত্ব বেছে নেওয়ার প্রতিযোগিতা নয়; বরং তা রূপ নিয়েছে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের প্রভাব বিস্তারের এক রাজনৈতিক লড়াইয়ে।