দুদকের ২কর্মকর্তাকে ভাগিয়ে নেয় দালাল চক্র
নিজস্ব প্রতিবেদক (খুলনা), এবিসি নিউজ, (২৪ সেপ্টেম্বর) : খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অভিযানে গেলে ভালো চিকিৎসার কথা বলে দুদকের দুই কর্মকর্তাকে ভাগিয়ে নেয় দালাল চক্র। সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না, কম খরচে ভালো চিকিৎসা দেওয়া হয় বলে তাদের বাইরের কথিত ডাক্তারের কাছে নিয়ে যায় দালালরা। পরে সেখান থেকে দুই নারী দালালকে আটক করা হয়।
গতকাল মঙ্গলবার খুমেক হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ছাড়া বকশিশ না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগে জড়িত পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) আবদুল জব্বারকে আটক করা হয়। পরে আইনিব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়।
দুদক কর্মকর্তারা জানান, গত ২১ সেপ্টেম্বর চিকিৎসকের অনুমতি ছাড়াই অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হলে সাইফুল ইসলাম নামে এক রোগী মারা যান। এ ঘটনায় হাসপাতালে অভিযান চালিয়ে অভিযুক্ত ক্লিনারকে আটক করা হয়। এ সময় বহির্বিভাগে দুদকের দুই কর্মকর্তাকে ভালো চিকিৎসার কথা বলে কথিত ডাক্তারের কাছে নিয়ে যায় দালাল চক্র। সেখান থেকে দুই নারী দালালকে আটক করা হয়।
এদিকে হাসপাতালে রোগী সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে গতকাল হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন খুলনার সর্বস্তরের ছাত্র জনতা। তাদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা নিতে এসে নানাভাবে রোগীরা হয়রানির শিকার হয়। বকশিশ ছাড়া কেউ কাজ করতে চান না। বিক্ষোভ শেষে তারা হাসপাতালের পরিচালকের কাছে অভিযোগ পেশ করেন।