আহত ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (২৪ সেপ্টেম্বর) : গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে আহত তিনজন ফায়ার ফাইটারের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে ঢাকায় এসেছেন ডা. সং এস আই জ্যাক।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান। পরে রাত সাড়ে ১১টায় হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন এবং আহতদের সর্বশেষ অবস্থার খোঁজ নেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।
বৈঠকের আগে ডা. সং এস আই জ্যাক হাসপাতালের পরিচালককে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক মো. সায়েদুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি চিকিৎসাধীন আহতদের শয্যাপাশে গিয়ে পরিদর্শন করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।