সালমান শাহ হত্যা মামলায় সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ অক্টোবর) : চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

প্রসিকিউশন শাখার উপ-পরিদর্শক জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করেন।

গত সোমবার মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন সামিরা হকের মা লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু, রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) লাশ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ