শাহবাজ শরিফ-ডোনাল্ড ট্রাম্পের বৈঠক আগামী সপ্তাহে
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (১৭ সেপ্টেম্বর) : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামী ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। বৈঠকে পাকিস্তানে বন্যা পরিস্থিতি, পাকিস্তান-ভারত পরিস্থিতি এবং কাতারে ইসরায়েলের হামলার বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্থান টাইমস জিও নিউজের উদ্ধৃতি দিয়ে এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সম্ভবত ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক করবেন। জিও টিভির প্রতিবেদনে মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, কাতার এবং সৌদি আরব শাহবাজ শরিফ ও ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠককে সমর্থন জানিয়েছে। এই বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও উপস্থিত থাকবেন।
উল্লেখ্য পাকিস্তান ও ভারতের সংঘর্ষের জেনারেল আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তারা আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
জিও টিভির খবর অনুযায়ী, পাকিস্তানের দূতাবাস এখন পর্যন্ত শরিফ-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা নিয়ে কোনো মন্তব্য বা অস্বীকৃতি জানায়নি। এই সম্ভাব্য ঘটনা এমন এক সময়ে ঘটছে যখন ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক ক্রমশ উন্নতি হচ্ছে।
এরআগে গত রবিবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে জানা গেছে। এই কথোপকথনে তারা পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছেন। এর আগে জুলাই মাসে তাদের একটি বৈঠক হয়েছিল।
সেই বৈঠকের পর ইসলামাবাদ ও ওয়াশিংটন একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছিল, যার লক্ষ্য বাজারে প্রবেশাধিকার বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ করা এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাকিস্তানের রপ্তানির ওপর শুল্ক কমানো। এই চুক্তিতে তেলের মজুদ উন্নয়নের ওপর জোর দিয়ে শক্তি খাতে নতুন সহযোগিতাও অন্তর্ভুক্ত ছিল।
উল্লেখ্য দুই দেশের নেতাদের মধ্যে বৈঠকটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্র এবং ভারত তাদের বাণিজ্য উত্তেজনা সমাধানের জন্য আলোচনা জোরদার করছে। এই সপ্তাহে নয়াদিল্লিতে দুটি পৃথক দলের কর্মকর্তারা বৈঠক করছেন।
মঙ্গলবার সকালে ভারতীয় ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শুরু করেছে।
অন্যদিকে পৃথকভাবে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তা এবং বোয়িং কোম্পানির নির্বাহীরা প্রায় ৪০০ কোটি ডলার মূল্যের নৌ-নজরদারি বিমান বিক্রির বিষয়ে আলোচনা করতে এই সপ্তাহে ভারতে আসছেন।
ভারতের প্রধান আলোচক রাজেশ আগরওয়াল জানিয়েছেন, বৈঠকটি ভারত-যুক্তরাষ্ট্র আলোচনার ভবিষ্যৎ দিক নির্ধারণ করবে।
গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা এশিয়ায় সর্বোচ্চ। এটি ভারতের বাণিজ্য প্রতিবন্ধকতা এবং রাশিয়ার তেল কেনার জন্য শাস্তি হিসেবে করা হয়েছে বলে জানা গেছে। এখন দুই পক্ষ তাদের মতপার্থক্য দূর করতে চাইছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি এই সফরগুলোর প্রতি সতর্কার সঙ্গে সাড়া দিচ্ছে। তারা জানিয়েছে, সম্পর্ক পুনরায় স্থাপনের জন্য আরও কিছু করা দরকার। সূত্র: দ্য হিন্দুস্থান টাইমস