টাইফয়েডের টিকা দেওয়া শুরু ১২ অক্টোবর থেকে, দ্রুত নিবন্ধনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১৫ সেপ্টেম্বর) : প্রথমবারের মত সারাদেশে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হবে আগামী ১২ অক্টোবর থেকে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সীরা বিনামূল্যে পাবেন এই টিকা।

প্রথমে ১০ কর্মদিবস বিভিন্ন বিদ্যালয়ে, পরের আট কর্মদিবস টিকাদান কেন্দ্রে দেওয়া হবে । টিকা নেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে।

গত ১ আগস্ট থেকে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে। এখন পর্যন্ত নিবন্ধন করেছে মাত্র ৮৯ লাখ ২৭ হাজার জন। সরকারের লক্ষ্য ৫ কোটি জনকে টিকা দেওয়া।

রোববার (১৪সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

তিনি স্বতঃস্ফুর্তভাবে নিবন্ধন করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

টাইফয়েডের টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই জানিয়ে তিনি বলেন, এটি অন্য টিকার মতোই গ্রহণ করা যায়। টিকা নেওয়ার পর সতর্কতা হিসেবে ৩০ মিনিট টিকাদান কেন্দ্রে অবস্থান করলে ভাল।

মো. আবু জাফর বলেন, ১২ অক্টোবর থেকে আমরা টিকাদান শুরু করব। রেজিস্ট্রেশন পর্যাপ্ত না হলে আলাপ করে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারব। সেটা কি হবে তা এখনই বলতে পারছি না।

টিকার নিবন্ধনে মানুষের আগ্রহ কিছুটা কম জানিয়ে তিনি বলেন, খোঁজখবর নিয়ে দেখলাম লোকজন তেমন একটা জানেন না। আমার পরিবারেই দেখলাম, আমার তিনজন নাতিনাতনি আছে, জিজ্ঞেস করলাম তারা রেজিস্ট্রেশন করেছে কি না, তারা বলে ‘না তো’। সবাই ব্যস্ত।

টিকাদান সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে তারা কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। ইমামরা যেন বিষয়টি নিয়ে ইতিবাচকভাবে কাজ করেন সেই বিষয়ে সহায়তা চাওয়া হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, দেশে সাড়ে তিন লাখ মসজিদ আছে। সমাজে ইমামদের একটা আলাদা ইমেজ আছে। লোকজন তাদের সম্মান করে, অনুসরণ করে, তাদের গুরুত্বপূর্ণূ ব্যক্তি হিসেবে মনে করে।

ইমামরা যদি জুমার খুতবার আগে বা পরে বিষয়টি নিয়ে বলেন, তাহলে মানুষের মনে বিশ্বাস আসবে। কর্মসূচি সফল হবে।

vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ