১৫ বছর বয়সে ইতিহাস গড়লেন ওয়েন কুপার

বিনোদন প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (১৫`সেপ্টেম্বর) : কিশোর বয়সে তারকাজগতে টেলিভিশন শিল্পের মর্যাদাপূর্ণ এমি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ অভিনেতা ওয়েন কুপার। নেটফ্লিক্সের মিনিসিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অভিনয়ের জন্য ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে সর্বকনিষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি।

এত অল্প বয়সে টেলিভিশনের সবচেয়ে বড় আয়োজনে পুরস্কৃত হয়ে উচ্ছ্বসিত অভিনেতা ওয়েন।

সংবাদমাধ্যমে পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন এ অভিনেতা। ওয়েন কুপার বলেন, “এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমার পরিবার, বাড়ির মানুষদের জন্যও অনেক বড় অর্থ বহন করে। তাই, এটি আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়।“

‘অ্যাডোলেসেন্স’-এ জেমি মিলার চরিত্রে অভিনয় করেন কুপার। পার্শ্বচরিত্রে অভিনয়ে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন খুদে এ অভিনেতা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ