বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১৭ সেপ্টেম্বর) : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সাবেক মুখপাত্র মেজবাউল হক পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। 

এই প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের বর্তমান নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিকেলে সাংবাদিকদের বলেন, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

গণ-অভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে শুরু হয় রদবদল। প্রথম ধাপে গভর্নর, দুই ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও গভর্নরের নীতি উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হয়। তারা সবাই ছিলেন চুক্তিভিত্তিক কর্মকর্তা। এবারই প্রথম একজন নিয়মিত কর্মকর্তার পদত্যাগ ঘটল। সরকার পরিবর্তনের পরপরই তার বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে নিষেধাজ্ঞা আসে। তখন তাকে প্রধান কার্যালয় থেকে বদলি করে রাজশাহী অফিসে পাঠানো হয়। 

মেজবাউল হক দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগ যেমন- পেমেন্ট সিস্টেম, আইটি এবং অফসাইট সুপারভিশনের দায়িত্বে ছিলেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি নির্বাহী পরিচালক এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পান।

তবে তার দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। বিশেষ করে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তার নাম উঠে আসে কিছু সংবাদমাধ্যমে। অভিযোগ অনুযায়ী, ঘটনার পর তিনি বিদেশি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আইটি রুমে প্রবেশের অনুমতি দিয়েছিলেন, যা তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।

এ ছাড়া তৎকালীন সরকারের ঘনিষ্ঠ মহলে তার প্রভাব ছিল বলেও অনেকে মনে করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। জয়ের পরামর্শে নগদকে অন্যায়ভাবে অনুমোদন দেওয়া নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ