উত্তপ্ত পূর্ব ইউরোপ, পোল্যান্ডের আকাশসীমায় ন্যাটোসহ মিত্র দেশগুলোর যুদ্ধবিমান মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (১৪ সেপ্টেম্বর) : পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার এক ডজনেরও বেশি ড্রোন ঢুকে পড়ার ঘটনার পর দেশটির আকাশসীমায় অপারেশনাল পোলিশ এবং মিত্র দেশগুলোর যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।  এএফপির খবর।

গত বুধবার বেশ কয়েকটি রাশিয়ান ড্রোন পোল্যান্ডে প্রবেশ করলে ন্যাটো সেগুলো গুলি করে ভূপাতিত করার জন্য যুদ্ধবিমান পাঠায়। এছাড়া, পূর্ব পোলিশ শহর লুবলিনের বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এদিকে,পোলিশ কমান্ড গত শনিবার বিকেলে ঘোষণা দিয়েছে, স্থল-ভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং গোয়েন্দা ব্যবস্থা উচ্চ সতর্কতায় রয়েছে।

এই ঘটনার পর পূর্ব ইউরোপে নিরাপত্তা জোরদার করছে ন্যাটো। পশ্চিমা সামরিক জোটটি ওই অঞ্চলে অস্ত্রশস্ত্র বাড়াতে নতুন মিশন শুরু করেছে। এই মিশনে ইতোমধ্যে ডেনমার্ক, ফ্রান্স ও জার্মানি যোগ দিয়েছে। আরও কয়েকটি ন্যাটো মিত্র দেশ শিগগির এতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। বিবিসির খবর।

গত বুধবার পোল্যান্ড জানায়, মোট ১৯টি ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে কিছু ভূপাতিত করা হয়, বাকিগুলো মাঠে ও একটি বাড়িতে গিয়ে পড়ে। পোল্যান্ড জানায়, ইচ্ছাকৃতভাবে এটি করা হয়েছে। তবে মস্কো বলছে, তাদের পোল্যান্ডে হামলার কোনো পরিকল্পনা ছিল না।

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে কয়েকবার সীমান্তবর্তী দেশগুলোয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। কিন্তু এবারের অনুপ্রবেশকে সবচেয়ে গুরুতর বলে মনে করা হচ্ছে।

পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংঘাতের সবচেয়ে কাছাকাছি পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে, ডেনমার্ক ঘোষণা দিয়েছে, তারা পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে দুটি এফ-১৬ যুদ্ধবিমান ও একটি যুদ্ধজাহাজ পাঠাবে।

ফ্রান্স জানিয়েছে, তারা পোল্যান্ডে তিনটি রাফাল যুদ্ধবিমান পাঠাবে। জার্মানি চারটি ইউরোফাইটার পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাজ্যও জানিয়েছে, ‘ইস্টার্ন সেন্ট্রি’ অভিযানে তারা পূর্ণ সমর্থন দেবে এবং শিগগির বিস্তারিত জানানো হবে।

এদিকে, পোল্যান্ডে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করা হয়। গত শুক্রবার নিউইয়র্কে এই জরুরি বৈঠকে ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্র পোল্যান্ডের প্রতি সমর্থন জানায়। তাছাড়া, নেদারল্যান্ডস ও চেক প্রজাতন্ত্রও অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে।

মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেন, ‘আমরা ন্যাটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করব। পোল্যান্ডের আকাশসীমায় এ ধরনের অনুপ্রবেশ অত্যন্ত উদ্বেগজনক।’

পোল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের সচিব মারসিন বোস্যাকি জাতিসংঘে এই বৈঠকে ভূপাতিত ড্রোন ও ক্ষতিগ্রস্ত বাড়ির ছবি তুলে ধরে বলেন, ‘এটি ভুলবশত হয়নি, আমরা নিশ্চিত।’ 

রাশিয়ার জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া পাল্টা যুক্তি দিয়ে বলেন, ড্রোনগুলোর সর্বোচ্চ পাল্লা ৭০০ কিলোমিটার, যা দিয়ে পোল্যান্ডে পৌঁছানো সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, পোল্যান্ড পরিস্থিতি শান্ত করার বদলে উত্তেজনা ছড়াচ্ছে।

এদিকে, শুক্রবার রাশিয়া ও বেলারুশ যৌথ সামরিক মহড়া শুরু করেছে, যা তারা প্রতি চার বছরে একবার আয়োজন করে। এই মহড়া পোল্যান্ড ও লিথুয়ানিয়ার সীমান্তের কাছে, একই সঙ্গে বাল্টিক ও বারেন্টস সাগরেও অনুষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে, রাশিয়া বলেছে যে তারা বুধবার পোল্যান্ডকে লক্ষ্য করেনি, এবং মস্কোর মিত্র বেলারুশ বলেছে যে ড্রোনগুলো জ্যাম থাকার কারণে পথভ্রষ্ট হয়েছিল। রাশিয়া ও বেলারুশ বলছে, মহড়ার উদ্দেশ্য প্রতিরক্ষা শক্তি যাচাই, প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো হুমকি নয়। 

কিন্ত, ইউরোপীয় নেতারা নিশ্চিতভাবে বলছেন, এই অনুপ্রবেশ রাশিয়ার ইচ্ছাকৃত উস্কানি ছিল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ