আজও ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ অক্টোবর) : সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও আগে ব্যাটিং করবে বাংলাদেশ দল। টস জিতে এই সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টানা তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ে স্বাগতিকরা।

২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশ আর কখনো টানা পাঁচ সিরিজ হারেনি। আজকের ম্যাচটি তাই সেই লজ্জা এড়ানোর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।

কালো মাটির পিচে সিরিজের প্রথম ম্যাচে রিশাদ হোসেনের ঘূর্ণিতে ৭৪ রানের জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে ১১ রানের লক্ষ্য পেয়ে জবাব দিতে নেমে ০ বলে ৪ রান করেও হারতে হয়েছে ১ রানে। ইতিহাসে প্রথমবার বাংলাদেশের কোনো ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। ম্যাচটি হেরে যাওয়ায় তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ জিতলেও র‌্যাঙ্কিংয়ে ক্যারিবিয়ানদের পেছনে ফেলা সম্ভব নয়।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ