প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল সহজ করল এনবিআর
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ অক্টোবর) : এখন থেকে মোবাইল নম্বরের বদলে ই-মেইলের মাধ্যমে ওটিপি ব্যবহার করে প্রবাসীরা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য বর্তমানে অনলাইনে ই-রিটার্ন সাইটে নিবন্ধনের জন্য করদাতার নিজ নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাংলাদেশি সিমে ওটিপি পাঠানো হয়। এর ফলে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারা ই-রিটার্ন দাখিল করতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য বাধ্যতামূলক না হলেও তাদের অনেকেই অনলাইনে রিটার্ন দাখিল করতে চাচ্ছেন। তবে ই-রিটার্ন সাইটে নিবন্ধনের জন্য করদাতার নিজ নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাংলাদেশের মোবাইল সিমে ওটিপি (OTP) প্রেরণ করা হয়। এ কারণে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন দাখিল করতে সমস্যা হচ্ছিল। এই সমস্যা সমাধানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিজস্ব ই-মেইলে ওটিপি (OTP) প্রেরণের ব্যবস্থা গ্রহণ করেছে।
এনবিআর জানায়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতার পরিচিতি ও অবস্থান নিশ্চিতে তার পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয় পত্র নম্বর, ভিসা-সিলের কপি, ই-মেইল এড্রেস ইত্যাদি তথ্য এবং ছবি ereturn@etaxnbr.gov.bd- এই ইমেইলে পাঠিয়ে আবেদন করলে আবেদনকারীর ই-মেইলে ওটিপি (OTP) এবং রেজিস্ট্রেশন লিংক (Registration Link) পেয়ে যাবেন। পরবর্তীতে ওই লিংকের মাধ্যমে ই-রিটার্ন পোর্টালে ওটিপি (OTP) ব্যবহার করে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে এনবিআর আরও জানিয়েছে, অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো প্রকারের কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হয় না, তবে যেসব তথ্য-উপাত্তের ভিত্তিতে করদাতা ই-রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য এন্ট্রি করছেন, সেসব কাগজপত্র ও দলিলাদি তিনি নিজ হেফাজতে সংরক্ষণ করতে পারবেন।