হাটহাজারীতে সহপাঠীদের পিটুনিতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (২২ অক্টোবর) : চট্টগ্রামের হাটহাজারীতে সহপাঠীদের বেধড়ক পিটুনিতে মো. তানভীর (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা দেড়টার দিকে হাটহাজারী পৌরসভার পুরাতন অফিস এলাকার সামনে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর পৌরসভার ১ নং ওয়ার্ডের মুন্সিপাড়া সুলতান আহম্মদ বাড়ির প্রবাসী আব্দুল বারেকের ছেলে। সে স্থানীয় আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান জানান, মঙ্গলবার স্কুলে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধ মেটাতে গেলে তানভীরের ওপর ক্ষুব্ধ একদল সহপাঠী স্কুল ছুটির পর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের দাবি, এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।