২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার দাবি

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ মার্চ ২০২৪) : আগামী ৩১ মার্চ রোববারের (২০ রোজা) মধ্যে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চলতি মাসের পূর্ণ মজুরি, ওভারটাইমের পাশাপাশি মূল মজুরির সমপরিমাণ ঈদ বোনাসসহ সব বকেয়া পরিশোধের দাবি করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। একই সঙ্গে সংগঠনটির নেতারা কর্মীরা ছাঁটাই বন্ধের দাবিও করেন।

২৯ মার্চ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা। সভা শেষে মিছিল বের করেন তাঁরা। মিছিলটি পল্টন মোড় হয়ে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনা ও সভাপ্রধান তাসলিমা আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহসভাপ্রধান অঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক প্রবীর সাহা, সহসাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম প্রমুখ। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বক্তারা বলেন, এবারও ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। ইতিমধ্যে শিল্প পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, ৪১৬ কারখানায় শ্রমিকদের মজুরি নিয়ে সমস্যা হতে পারে। এই খবরে সাধারণ শ্রমিকেরা অনিশ্চয়তা ও শঙ্কায় আছেন। ঈদের সময় বেতন–বোনাসের প্রশ্ন এলেই মালিকেরা ক্রয়াদেশ কম থাকার কথা বলেন। অথচ গত ফেব্রুয়ারি মাসে ৪৪৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা কিনা আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় ১৪ শতাংশ বেশি। বক্তারা ২০ রমজানের মধ্যে পোশাকশ্রমিকদের মজুরি, মূল মজুরির সমপরিমাণ ঈদ বোনাস, ওভারটাইমসহ সব পাওনা পরিশোধের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ