বাংলাদেশকে অভিনন্দন জানাতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, যুক্তরাষ্ট্র (১৯ মার্চ ২০২১) : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ‘কোমেমর‌্যাটিং দ্য ফিফটিয়েথ অ্যানিভার্সারি অব বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স’ শীর্ষক একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

ডেমোক্র্যাট ও বাংলাদেশি অধ্যূষিত নিউইয়র্কের ফোরটিনথ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত কংগ্রেসউইমেন আলেক্সান্দ্রা ওকাসিও কর্তেজ প্রস্তাবটি উত্থাপন করেছেন। প্রস্তাবটি পাসের জন্য ইতোমধ্যে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশকে অভিনন্দন জানাতে এই প্রস্তাব উত্থাপনে উদারনৈতিক ডেমোক্র্যাট কর্তেজকে সহায়তা করেন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান গ্রেগরি মিকস, মিশিগানের কংগ্রেস উইমেন রাশিদা তালিব ও ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান জিমি গোমেজ।

প্রস্তাবের শুরুতে ১৯৭০ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও সামরিক সরকারের তা স্বীকার না করার প্রেক্ষাপটে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণার কথা তুলে ধরা হয়।

কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ওই প্রস্তাবে বাংলাদেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকারকারী বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিশেষ প্রশংসা এবং গণতন্ত্রের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের স্মরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ