ঈদে ছুটি বাড়ছে না, কর্মস্থলেই থাকতে হবে

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ জুলাই ২০২০) : পবিত্র ঈদুল আজহার ছুটি বাড়ছে না। ছুটি আগের মতো তিন দিনই থাকছে। আর ছুটিতে সরকারি কর্মকর্তা-কমচারীদের কর্মস্থলে থাকতে হবে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে বিটিভির উপস্থিতিতে এক সংবাদ সম্মেলেন এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ঈদের সময় তিন দিনের ছুটি বর্ধিত হবে না। আর যাঁর যেখানে কর্মস্থল, সেখানে থাকতে হবে।

গতকাল প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠক। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবেরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যুক্ত হন।

বৈঠকে ৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।

এ ছাড়া সব বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পদক্ষেপের অংশ হিসেবে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, খুলনা ২০২০’–এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি হবে খুলনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ