শ্রমিকের কল্যাণে অর্থ সাহায্য

ঢাকা: মোবাইল কোম্পানী রবি এজিয়াটা লিঃ, সুইং থ্রেড কোম্পানী কোটস এবং সিমেন্ট উৎপাদনকারী কোম্পানী লাফার্জ হোলসিম গত এক বছরের লভ্যাংশের নিদিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ঢাকা জমা দিয়েছে।

৯ অক্টোবর (বুধবার) বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর হাতে কোম্পানী তিনটির প্রতিনিধিগণ নিজ নিজ কোম্পানীর পক্ষে লভ্যাংশের এই চেক হস্তান্তর করেন।

মোবাইল কোম্পানী রবি এজিয়াটা লিঃ এর পক্ষে কোম্পানীর প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো: ফয়সাল ইমতিয়াজ খান তাদরে গত এক বছরের লভ্যাংশের নিদিষ্ট অংশ এক কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৩১০ টাকার চেক প্রদান করেন।

সুইং থ্রেড কোম্পানী কোটস এর মানবসম্পদ পরিচালক মননিতা তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ ৮৩ লাখ ৩৯ হাজার ৫২৮ টাকার চেক এবং লাফার্জ হোলসিম এর মানবসম্পদ পরিচালক কাজী মিজানুর রহমান তাদের কোম্পানীর গত এক বছরের লভ্যাংশের নিদিষ্ঠ অংশ ৬৭ লাখ ৩৯ হাজার ৪৩ টাকার চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানীর নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশী এবং বহুজাতিক মিলে ১৪৬ টি কোম্পানী এ তহবিলে অর্থ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৩’শ ৮৩ কোটি ৭৬ লাখ টাকা। অন্যদিকে এ তহবিল হতে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় সরে দশ হাজার শ্রমিককে প্রায় ৩২ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. রেজাউল হক, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, মোবাইল কোম্পানী রবি’র পলিসি এবং স্টেক হেল্ডার রিলেশনস এর বাইস প্রেসিডেন্ড দেওয়ান নাজমুল হাসান, কোটস বাংলাদেশ লি: এর এইচ আর ম্যানেজার রাজিবুল রহিম, সিবিএ প্রেসিডেন্ট মো আব্দুল মান্নান এবং লাফার্জ হোলসিম এর সিসিএও মোহাম্মদ আসিফ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ