ঢাবিতে সহপাঠীর হাত ধরে হাটায় ছাত্রলীগের হামলা, অভিযুক্ত তিন শিক্ষার্থী বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৫ জুলাই ২০১৮) : ক্যাম্পাসে হাত ধরে চলার কারণে দু’জনকে ছাত্রলীগের মারধরের ঘটনায় ঢাবির তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত তিনজন মাস্টার দা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী।

১৫ জুলাই (রোববার) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। বহিষ্কৃতরা হলেন- উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সিফাতউল্লাহ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোহাম্মদ আল ইমরান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাহমুদুর রহমান। তিনজনই প্রথম বর্ষের ছাত্র।

প্রক্টর বলেন, সিসিটিভি ফুটেজ, গণমাধ্যমের খবর এবং ভুক্তভোগী শিক্ষার্থীদের তথ্যের ভিত্তিতে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, ১৪ জুলাই (শনিবার) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এক ছাত্র ও ছাত্রীকে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগের কর্মীরা।

হামলাকারীদের শনাক্ত করতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী সূর্যসেন হলে গেলে সেখানেও তাদের দ্বিতীয় দফায় পেটানো হয়। এ ঘটনায় প্রক্টর বরাবর অভিযোগ করে ভুক্তভোগী ও তাদের সহপাঠীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ