বয়স নিয়ে চিন্তিত জয়া আহসান

বিনোদন রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা (১১ জুলাই ২০১৮) : নতুন ছবি ‘ক্রিসক্রস’-এর টিজার ও গান মুক্তির পর অপ্রত্যাশিত সাড়া পেয়েছেন জয়া আহসান। এসব কিছুর পাশাপাশি দু-একটি বিষয় বাংলাদেশের গুণী এই শিল্পীকে নাকি ভাবাচ্ছে।

এ নিয়ে তিনি ফেসবুকে পোস্টও দিয়েছেন। জয়াকে এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে বয়সের ভুল তথ্য প্রচার। কিছু সংবাদমাধ্যম এমনটা করে যাচ্ছে। শুধু তা-ই নয়, জয়ার পারিবারিক তথ্যও ভুলভাবে গণমাধ্যমে উপস্থাপিত হচ্ছে বলেও জানান তিনি। এ নিয়ে খানিকটা চিন্তিত দেশে ও দেশের বাইরে একাধিক পুরস্কার পাওয়া বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান।

জয়া আহসান বলেন, ‘ইদানীং বেশ কয়েকজন বিভিন্ন পত্রপত্রিকা/উইকিপিডিয়ার তথ্যসূত্র টেনে আমার বয়স নিয়ে বেশ চর্চা করছেন। বলা হচ্ছে, আমার বয়স নাকি ৪৬! গুজব-গুঞ্জন আমি বরাবরই খাবারের লবণের মতো উপভোগ করেছি। দু-একজন সমবয়সী কিংবা আমার চেয়ে বয়সে বড় শ্রদ্ধাভাজন কয়েকজন অভিনেত্রী নিজেদের অধিকার মনে করে গণমাধ্যমে আমার বয়সের ভুল তথ্য নিয়ে চর্চা করেছেন—বিষয়টি মজার। এত দিন উপভোগ করেছি, তবে খুব সম্ভবত আমার চুপ থাকাটায় অনেকে “মৌনতা সম্মতির লক্ষণ” হিসেবে ধরে নিয়েছেন। নিন্দুকেরাও আমার বয়সের ভুল তথ্য প্রচার করে আনন্দ পাচ্ছেন!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ