হামলায় গুরুতর আহত তরিকুলকে ঢাকায় আনা হচ্ছে

বিশেষ প্রতিবেদক (ঢাকা) ও ব্যুরো প্রতিনিধি (রাজশাহী),
এবিসিনিউজবিডি : ছাত্রলীগের হাতুড়িপেটা ও লাঠির আঘাতে গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলামকে ঢাকায় আনা হচ্ছে। ৮ জুলাই ২০১৮ (রবিবার) সকালে তরিকুলকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়। তরিকুলের সঙ্গে থাকা তাঁর সহপাঠীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

৭ জুলাই (শনিবার) রাতে এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখে তরিকুলকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন তাঁর চিকিৎসক সাঈদ আহমেদ।

রাজশাহী শহরের বেসরকারি রয়্যাল হাসপাতালের চিকিৎসক সাঈদ আহমেদ এবিসিনিউজবিডিকে বলেন, ‘তরিকুলের পায়ের হাড়ের অ্যালাইনমেন্ট ঠিক নেই। এলোমেলো আছে। অস্ত্রোপচার হচ্ছে শেষ অপশন।’

সাঈদ আহমেদ বলেন, তরিকুলের মাথায় ও কোমরে আঘাত আছে। এক্স-রেতে সেটা পরিষ্কার আসছে না। তাই সিটিস্ক্যান ও এমআরআই করতে বলা হয়েছে। রোগীর লোকজন ভালো চিকিৎসা চাচ্ছেন, সে জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কৃষকের সন্তান তরিকুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের কর্মীরা হামলা করেন। তাঁরা হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে তরিকুলকে গুরুতর আহত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ