জাতীয় স্মৃতিসৌধে সেনা প্রধানের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি শহীদদের স্বরণে সালাম প্রদান করেন।

২৭ জুন ২০১৮ বুধবার সকাল ৯টায় স্মৃতিসৌধে পৌছালে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে বেজে উঠে করুণ সুর। পরে সৌধের পরিদর্শন বইতে সাক্ষর করে ৯টা ২০ মিনিটে সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। এর আগে সকাল ৯টায় নব নিযুক্ত সেনা প্রধান আকাশ পথে হেলিকপ্টার যোগে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান।

এদিকে, সেনা প্রধানের আগমন উপলক্ষে পুরো সাভার এলাকাজুড়ে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। সড়কে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ