হ্যারি কেইন জাদুতে ইংল্যান্ডের নাটকীয় জয়

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : ইংল্যান্ডের সবচেয়ে সম্ভাবনাময় দল বলা হচ্ছে এবারের বিশ্বকাপের স্কোয়াডকে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে দ্র্দুান্ত পারফর্ম করে আসা ‘থ্রি লায়ন্স’কে ঘিরে ইংলিশদের স্বপ্নটাও বড়। সেই স্বপ্নের শুরুও হলো তাদের দারুণ। হ্যারি কেইনের জোড়া লক্ষ্যভেদে তিউনিসিয়ার বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে ইংল্যান্ড।

চমৎকার শুরু কাজে লাগিয়ে দ্রুতই লিড নেয় ইংলিশরা। অধিনায়ক হ্যারি কেইনের লক্ষ্যভেদে উৎসবে মাতে ইংল্যান্ড। দশম মিনিটে এগিয়ে যাওয়ার বড় স্কোরেরই ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু গোলের সংখ্যা বাড়া তো দূরে থাক, উল্টো তাদের হতাশ করে তিউনিসিয়া সমতায় ফেরে প্রথমার্ধেই। ফারজানি সাসির পেনাল্টি গোলে ১৯৬৬ সালের চ্যাম্পিয়নদের আটকেই দিয়েছিল প্রায়। কিন্তু দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে কেইনের হেডে নাটকীয় জয় পায় ইংল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই সুযোগ তৈরি করে থ্রি লায়ন্স। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। কিন্তু জেসে লিনগার্ডকে হতাশ করেন তিউনিসিয়া গোলরক্ষক মোয়েজ হাসেন। ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারের শট তিউনিসিয়া গোলরক্ষকের পায়ে লেগে রক্ষা পায়।

মিনিট খানেক পর আবারও আক্রমণে ইংলিশরা। লিনগার্ডের ক্রস ফাঁকায় থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন রহিম স্টারলিং। যদিও আগেই সহকারি রেফারি উঠিয়েছিলেন অফসাইডের পতাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ