বাংলাদেশের বোলিং নিয়ে চিন্তিত কোর্টনি ওয়ালশ

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : নিদাহাস ট্রফির মতো আফগানিস্তান সিরিজেও হয়তো কোর্টনি ওয়ালশকেই বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করতে হবে। আফগানিস্তান সিরিজের আগে নিজের ভাবনার কথা জানাচ্ছেন ক্যারিবীয় কিংবদন্তি।

পারিবারিক কারণে ঢাকায় আসতে কোর্টনি ওয়ালশের একটু দেরি হয়েছে। ২৬ মে (শনিবার) থেকে দলে যোগ দেওয়া ক্যারিবীয় কিংবদন্তির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। প্রায় প্রতিদিনই বৃষ্টি বাগড়ায় ব্যাহত হচ্ছে দলের নিবিড় অনুশীলন। আজ যেমন দুই দলে ভাগ হয়ে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তামিম-মুশফিকদের। বৃষ্টির কারণে সেটি হয়নি। বৃষ্টির চিন্তাটা অবশ্য সাময়িক। এটির চেয়ে ওয়ালশের বড় চিন্তা পেসারদেও নিয়ে।

২০১৬ সালের সেপ্টেম্বরে ওয়ালশ বাংলাদেশ দলে যোগ দিয়েছিলেন পেস বোলিং কোচ হিসেবে। চন্ডিকা হাথুরা সিংহের বিদায়ের পর কোচ খুঁজে না পাওয়ায় বোলিং কোচ ওয়ালশকে দিয়ে ‘ঠেকা কাজ’ চালিয়ে নিচ্ছে বিসিবি। কোচ সন্ধানে এখনো যে অগ্রগতি, ওয়ালশের কাঁধেই থাকছে আফগানিস্তান সিরিজের দায়িত্ব। নিদাহাস ট্রফিতে অন্তর্বর্তীতীকালীন দায়িত্ব অবশ্য খারাপ করেননি।

ক্যারিবীয় কিংবদন্তির আশা আগামী মাসে আফগানিস্তান সিরিজেও দুর্দান্ত খেলবে বাংলাদেশ, ‘আবারও যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, যেটা শ্রীলঙ্কায় করেছি। কিছু জায়গায় আমাদের উন্নতি করা দরকার। আশা করি, একটা সফল সিরিজ হবে আমাদের। যদি আত্মতুষ্টিতে না ভুগি, আর কী করতে হবে, সেটিতে পূর্ণ মনোযোগ থাকে তাহলে মনে করি আমরা আমাদের সামর্থ্যওে সেরাটা দিতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ