গ্রেফতারের প্রতিবাদে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যক্রম স্থগিত

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজ,
খুলনা : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলঅম মঞ্জু তার নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছেন। ৩ মে (বৃহস্পতিবার) সকাল পৌনে ৯টায় মহানগরীর মিয়া পাড়া রোডে নিজের বাসভবনে সংবাদ সম্মেলন করে মঞ্জু এ ঘোষণা দেন।

তিনি বলেন, ২ মে রাত ৮টা থেকে ৩ মে ভোর ৫টা পর্যন্ত নগরজুড়ে পুলিশ ও ডিবির সদস্যরা ধানের শীষের নির্বাচনী প্রচারণায় জড়িত বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মী গ্রেফতার করেছে। এছাড়া অসংখ্য নেতাকর্মীর বাড়িতে তল্লাশির নামে আতংক সৃষ্টি করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। নির্বাচনের কাজে যুক্ত থাকলে পরিণতি হবে ভয়াবহ বলেও ডিবি হুমকি দিয়েছে। এ পরিস্থিতিতে বিএনপির নির্বাচনী প্রচারণামূলক সব কার্যক্রম ৩ মে সকাল থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের না ছাড়া পর্যন্ত বিএনপির নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকবে।

খুলনা, ৩ মে ২০১৮ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ