শাকিব মিমের চুম্মা

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজ বিডি,
ঢাকা : প্রকাশের পরপরই আলোচনায় আসে ‘আমি নেতা হব’ ছবিতে শাকিব-মিমের ‘চুম্মা’ শিরোনামের গানটি। গত ২৮ জানুয়ারি এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পায়।

প্রকাশের তিন মাসের মাথায় গানটি এক কোটি ভিউ পার করেছে। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত গানটির ভিউ দেখা গেছে এক কোটি ২৫ হাজারেরও বেশি। বাংলাদেশি ছবির কোনো গানের অল্প সময়ে এতো ভিউ পাওয়ার নজির বিরল।

গানটি নিয়ে ‘আমি নেতা হব’ চলচ্চিত্রের পরিচালক উত্তম আকাশ ২৯ এপ্রিল এবিসিনিউজকে বলেন, এক কোটি ভিউ পাওয়ার সংবাদে আমি অনেক বেশি আনন্দিত। এতো দর্শক-শ্রোতা আমাদের গানটি পছন্দ করেছেন, সেজন্য ভীষণ ভালোলাগা কাজ করছে। গানটির পুরো কৃতিত্ব গীতিকারকে দেবো। কারণ তিনি না চাইলে হয়তো চমৎকার গানটি তৈরি হতো না।

চলতি বছর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি ‘আমি নেতা হব’ ছবিটি মুক্তি পায়। চুম্মা শিরোনামের গানটিতে শাকিব খান ও বিদ্যা সিনহা মিমকে পার্টি স্টাইলেই নাচতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ