রাজধানীর তেজগাঁওয়ে হোটেলের কক্ষ থেকে লাশ উদ্ধার

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মীর হোসেন (৫২)। গতকাল সোমবার রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তেজগাঁও থানার উপপরিদর্শক খোরশেদ আলম বলেন, গতকাল সোমবার রাত সাড়ে আটটার সময়ে ফার্মগেটের ১৫৮ নম্বর পূর্ব তেজতুরি বাজারের রয়েল গ্রান্ড হোটেলের পঞ্চম তলার ৫০৯ নম্বর রুম থেকে মীর হোসেনের লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর সময়ে তিনি চেয়ারে বসা ছিলেন এবং তার কাছে একটি পানির বোতল পাওয়া গেছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মৃত. মীর হোসেনের জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার নাম মীর হোসেন পিতার নাম মীনা বক্সী মন্ডল, স্থায়ী ঠিকানা ৮৩/৩ শেরেবাংলা রোড ঝিগাতলা ধানমন্ডি ঢাকা।

রয়েল গ্রান্ড হোটেলের ব্যবস্থাপক সুমনের ভাষ্যমতে তিনি ১৫ জানুয়ারি ওই হোটেলে ওঠেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও অজানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ