জাপানের প্রধানমন্ত্রী অ্যাবের ঐতিহাসিক পার্ল হারবার সফর

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি পরিদর্শন করেছেন। সেখানে তিনি জাপানের হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ৭৫ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তারা এ মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়।
সেখানে ১৯৪১ সালের ওই হামলায় মার্কিন সামরিক বাহিনীর ২ হাজার ৩শ’ সদস্য নিহত হয়।
অ্যাবে বলেন, ‘আমরা চাই না আর কখনো এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটুক। এটি জাপানীদের অঙ্গীকার।’
পার্ল হারবার পরিদর্শনের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অ্যাবের সঙ্গে ছিলেন। এই প্রথমবারের মতো দু’দেশের নেতারা একত্রে এ নৌঘাঁটি পরিদর্শন করলেন।
অ্যাবে মার্কিন নৌঘাঁটি পরিদর্শনকালে জাপানের হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদারের আহবান জানান।
সেখানে সমাধিক্ষেত্রে ওবামাও পুষ্পস্তবক অর্পণ করে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় ওবামা অ্যাবের ‘বন্ধুত্বের চেতনার’ প্রশংসা করেন এবং সেখানে তাকে স্বাগত জানান।
দু’দেশের মধ্যে এ যুদ্ধের পর জাপানের সাথে সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার তিনি প্রশংসা করেন। উল্লেখ্য, ১৯৪৫ সালের আগস্টে জাপানে যুক্তরাষ্ট্র দু’টি পারমানবিক বোমা হামলা চালানোর পরপরই এই যুদ্ধের অবসান ঘটে।
উল্লেখ্য, অ্যাবে প্রথম জাপানি নেতা যিনি এ মার্কিন নৌঘাঁটি পরিদর্শন করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ