রাজধানীতে ‌জেএমবির দুই সদস্য গ্রেফতার

সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা: রাজধানীর পল্লবী এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও জিহাদি বইসহ নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন-আতিকুর রহমান মিলন (২১) ও খাদেমুল ইসলাম গাজোয়াতুল (২৮)।
২০ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর কাওরান বাজারস্থ  র‌্যাবের মিডিয়া সেল এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র‍্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি লুৎফুল কবির জানান, গ্রেফতারকৃতদের সঙ্গে হলি আর্টিজানে জঙ্গি হামলার সঙ্গে জড়িত কানাডা প্রবাসী তামিম আহমেদ চৌধুরী ও সারোয়ার জাহান ওরফে আবদুর রহমানের যোগাযোগ ছিল। এই তথ্যের সূত্র ধরে সোমবার রাতে পল্লবী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, হলি আর্টিজানে জঙ্গি হামলার অপারেশন কামান্ডার তামিম আহমেদ চৌধুরী গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইপাড়ায় পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে নিহত হন। ৩০ সেপ্টেম্বর আশুলিয়ায় র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযানে সারোয়ার জাহান নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ