মুসলিম বিশ্বকে ঈদের শুভেচ্ছা মার্কিন প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: ঈদুল আজহায় বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

এক শুভেচ্ছা বার্তায় সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে তিনি বলেছেন, “উৎসবের পাশাপাশি ঈদুল আযহা এমন এক দাতব্য সংস্কার, যখন মুসলিমরা তাদের নিজেদের সেবামূলক কর্তব্য পালন করেন ইব্রাহিম (আঃ) এর নিজের ছেলেকে কোরবানি দেওয়ার ইচ্ছার মধ্য দিয়ে যে ত্যাগ স্বীকার করেছিলেন, তার প্রতি গভীর সম্মান প্রদর্শন করে।

“আমি অনুপ্রাণিত হই এবং বিনয়ী বোধ করি আমেরিকাসহ সারা বিশ্বের লাখো মুসলিমদের প্রতি যারা এই মুহূর্তটিতে কম সৌভাগ্যবানদের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দেয়।”

মুসলিম বাবার সন্তান ওবামা বিশ্বের ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে যুদ্ধপীড়িত মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান।

নিজের ও স্ত্রী মিশেল ওবামার পক্ষ থেকে মক্কায় হজ পালনরত মুসলিমদেরও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

এক বার্তায় তিনি বলেছেন, “ঈদুল আজহা হল একটি বিশেষ মুহূর্ত যা সকল বিশ্বাসের মধ্যে সেবা, নিঃস্বার্থপরায়ণতা এবং দাতব্য সেবার মূল্যবোধ সৃষ্টি করে । এই সকল মূল্যবোধ চর্চা আর এর প্রতিফলনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ