মীর কাসেমের মৃত্যুদণ্ডে গভীর মর্মাহত পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা  : মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করায় গভীর মর্মাহত হয়েছে পাকিস্তান। দেশটি এই মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে।

৩ সেপ্টেম্বর (শনিবার) রাতে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়,  ‘ত্রুটিপূর্ণ বিচারের মধ্য দিয়ে বিরোধীদের দমন গণতান্ত্রিক মূল্যবোধের একেবারে বিপরীত।’

এতে বলা হয়, ‘মীর কাসেম আলীর বিচার কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন থেকে শুরু করে প্রখ্যাত আইনজীবীরা। বিশেষত বিচারের স্বচ্ছ্বতা, নিরপেক্ষতা, অভিযুক্তের আইনজীবী ও সাক্ষীদের হয়রানি নিয়ে তারা প্রশ্ন তোলেন।’

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকারের উচিত ১৯৭৪ সালের ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন করা। ওই চুক্তিতে বলা হয়, সাধারণ ক্ষমা ঘোষণার কারণে বিচার প্রক্রিয়া আর এগিয়ে না দেয়ার সিদ্ধান্ত হলো। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কাদা ছোড়াছুড়ি একটা দ্বিমুখী আচরণ।’

বিবৃতিতে মীর কাসেম আলীর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ