অস্টম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সারা দেশের রেড় ক্রিসেন্ট সোসাইটির কর্মবিরতি

সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা: বতর্মান সরকার ৮ম জাতীয় পে স্কেল ঘোষনার পর থেকে এখন প্রজন্ত পুরো পুরি এ বেতন সুবিধা হতে বঞ্চিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারি।

২৮ আগস্ট (রোববার) দুপুর ১২ টার পর থেকে এর প্রতিবাদে রাজধানির বড় মগবাজারস্থ বাংলাদেশ রেড ক্রিসেণ্ট সোসাইটির সদর দফতরসহ একযোগে সারাদেশে কর্ম বিরতি শুরু করেন রেড ক্রিসেন্ট কর্মকর্তা কর্মচারীরা।

এতে একাত্ততা ঘোষোনা করেছে সবাই।

এর আগে ২৫ আগস্ট (বৃহস্পতিবার) সোসাইটির সর্বোচ্চ পযার্য়ের বৈঠকে এ বিষয়ে চুড়ান্ত আলোচনাও হয়।

কিন্তু দৃশ্যমান কোন ফলাফল না পাওয়ায় চুড়ান্ত এ কর্ম বিরতির মাধ্যমে আন্দোলনে নামেন তারা।

সেই সাথে নুন্যতম টেনিং কার্যক্রম থেকে শুরু করে সোসাইটির সব ধরনের কাজ বন্ধ থাকবে বলেও জানাগেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের এখানে সরকারের এত উচ্চ পর্যায়ের লোক থাকতেও আমারা আমাদের এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি!

এতে উপস্থিত আরেক জন কর্মকর্তা বলেন, আমাদের সাথের অন্য ডিপার্টমেন্টর লোকজন পাশাপাশি  যখন বাজারে যাই তখন ও আমাদের বৈশম্যের শিকার হতে হয়।
কারন, পে-স্কেল বৃদ্ধির সাথে সাথে বাজার মূল্য, বাড়ি ভারাসহ বেড়েছে চিৎকিসা সেবার দামও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ