সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে ভারত: মোদী

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারত সরকার সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন।

২৮ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভারত সফরের দ্বিতীয় দিনে আজ সকালে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎকালে নরেন্দ্র মোদী একথা বলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের সাম্প্রতিক সংহিস কর্মকা- দমনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী এবং দৃঢ় পদক্ষেপের প্রতি সর্মথন জানিয়ে নরেন্দ্র মোদী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভুয়সী প্রশংসা করেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১সালের মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারত একই রকমভাবে বাংলাদেশের পাশে থাকবে।

সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, অতীত কাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সংখ্যালঘু সম্প্রদায় সহ সকল ধর্ম ও বর্ণের মানুষ বাংলাদেশে তাদের ধর্মীয় আচার-উৎসব স্বাধীনভাবে পালন করে আসছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সংখ্যা লঘু সম্প্রদায়সহ সকল সম্প্রদায়ের ধর্মীয়, সাংস্কৃতিক ও মানবিক অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট রয়েছে।

বাংলাদেশের সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এসব ঘটনায় যারা জড়িত তারা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশেই তারা লালিত-পালিত। এদের সাথে আন্তর্জাতিক কোনও সন্ত্রাসী গোষ্ঠীর সংযোগের প্রমাণ পাওয়া যায়নি।

ভারতের প্রধানমন্ত্রীও এ বিষয়ে একমত পোষণ করেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সাংবাদিকদের জানিয়েছেন।

 

 

 

সুত্রঃ বাসস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ