সবাইকে সচেতন হতে হবেঃ মেনন

মনির হোসেন, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় আমাদের আশপাশে কী ঘটছে, কে কী করছে তার ওপর নজর রাখতে হবে। সবাইকে সচেতন হতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

১২ জুলাই (মঙ্গলবার)বিমান সদরদপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গুলশানে যে হামলা ঘটলো, এখানে যারা হামলা চালিয়েছে তাদের কেউ উচ্চশিক্ষিত, কেউ মাদ্রাসা থেকে এসেছে। এদের কেউ কেউ অনেকদিন নিখোঁজ ছিলো। সংগঠিত হয়ে এরা হামলা চালিয়েছে। পরিবার এদের খোঁজ রাখেনি। তাই এখানে সামাজিক দায়বদ্ধতার কথাও চলে আসছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ