৩০ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন-২০১৬’র তফসিল ঘোষনা হয়েছে। আর এই তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর ডিআরইউ’র নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগের দিন ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা। ১ নভেম্বর (রোববার) নির্বাচন কমিশনের চেয়ারম্যান সমকাল সম্পাদক গোলাম সারওয়ার নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

পাঁচ সদস্যের এই নির্বাচন কমিশনে রয়েছেন নিউজ টুডে সম্পাদক ও প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, এটিএন বাংলার প্রধান সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের আবু তাহের এবং সাংবাদিক নেতা এম এ আজিজ।

ঘোষিত তফসিল অনুযায়ী ৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। ২১ নভেম্বর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৩ নভেম্বর মনোনয়ন প্রত্যাহার ও ২৪ নভেম্বর প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ হাজার টাকা, সহ-সভাপতি ও যুগ্ম-সম্পাদক পদে ৮ হাজার টাকা, সম্পাদক মন্ডলী ৫ হাজার টাকা এবং কার্যনির্বাহী সদস্য পদে ৩ হাজার টাকা নগদ জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।
জানা গেছে নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই মুখরিত হয়ে ওঠেছে ডিআরইউ চত্বর। সম্ভাব্য প্রার্থীরা হাসিমুখে কুশলাদি বিনিময় করছেন ভোটারদের সঙ্গে।

সভাপতি পদে বর্তমান সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং গতবারের নির্বাচনে অংশ নেওয়া জামাল উদ্দিন প্রতিদ্বন্ধিতা করবেন বলে জানা গেছে।

আর সাধারণ সম্পাদক পদে ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম শোনা গেছে। এর মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন অন্যতম। এছাড়া এই পদে প্রতিদ্বন্ধি হিসেবে যাদের নাম শোনা গেছে, তারা হচ্ছন- যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস মোবারক, সাবেক সাংগঠনিক সম্পাদক মোরসালিন নোমানী ও রাজু আহমেদ।

সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান কার্যনির্বাহী সদস্য ফারুক খান ও সাবেক দপ্তর সম্পাদক শেখ জামাল প্রতিদ্বন্ধিতা করবেন।

বর্তমান দপ্তর সম্পাদক মেহদী আজাদ মাসুম, প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক কাজী সোহাগ, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভঁ’ইয়া বর্তমান পদে এবং কার্যনির্বাহী সদস্য পদে ওসমান গনি বাবুল, হাবিবুর রহমান, কামাল উদ্দিন সুমন নির্বাচন করবেন। সম্ভব্য প্রার্থীরা খুব জোরেশোরেই সামাজিক গণমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মিডিয়া হাউজে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ