টেকনাফে ৩ মানবপাচারকারী গ্রেপ্তার: পুলিশ

TEKNAF Criminalমনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, টেকনাফঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় আজ সোমবার ভোররাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা তালিকাভুক্ত মানবপাচারকারী। তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার সাবরাং ইউনিয়নের খাইর হোসেন (৪৫), আলী হোসেন (৩০) ও আবদুর রহমান (৩৫)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকারের ভাষ্য, ভোররাতে পুলিশের একটি বিশেষ দল উপজেলার বাহারছড়া ইউনিয়নের দ‌ক্ষিণ বড়ডেইল এলাকা থেকে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে তিনজন দালালকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। দুপুরে তিনজনকে কক্সবাজারের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ