মঙ্গল থেকে বৃহস্পতিবার ছাত্রদলের ধর্মঘট

chatrodol ছাত্রদল লোগোআনোয়ার আজমী, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামী মঙ্গল থেকে বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার সংগঠনের কেন্দ্রীয় সংসদদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের পক্ষে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল হাসান।

বিবৃতিতে দাবি করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মী হত্যা, গুম, অন্যায়ভাবে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান এবং অবিলম্বে অবৈধ সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রদল এ কর্মসূচি ঘোষণা করেছে।

ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কর্মসূচি পালনের জন্য ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ