ব্যাক ফুটে ওবায়দুল কাদের

Kaderমেহদী আজাদ মাসুম, বিশেষ প্রতিনিধি, এবিসি নিউজ বিডি, ঢাকা : ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্রগ্রাম চার লেন সড়কের নির্মান কাজ নিয়ে ব্যাক ফুটে গেলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। ইতিপূর্বে গুরুত্বপূর্ন এই সড়ক দুটির চার লেনের কাজ চলতি বছরের জুন নাগাদ শেষ হবে বলে জানিয়েছিলেন। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এই সড়কের কাজ ২০১৫ সালের মধ্যে শেষ হবে বলে জানান। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্রগ্রাম চার লেন সড়কের নির্মান কাজ শেষের এই নতুন ডেটলাইন জানান।

যোগাযোগ মন্ত্রী বলেন, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্রগ্রাম গুরুত্বপূর্ন এই সড়ক দুটির চার লেনের নির্মান কাজ চলতি ২০১৫ সালের মধ্যে শেষ হবে। ইতিপূূর্বে এই সড়ক দুটির চার লেনের কাজ চলতি বছরের জুন নাগাদ শেষ হবে বলে জানিয়েছিলাম। এটা সম্ভব হচ্ছে না।
ওবায়দুল কাদের বলেন, এই মন্ত্রণালয়ের নতুন শ্লোগান হবে ‘করবো না মোরা দুর্নীতি, সুফল পাবেন দেশ-জাতী। তিনি বলেন, এই বছর পরিবহন ও সেতু বিভাগে দুর্নীতি ৭ থেকে ৫ ভাগ কমিয়ে আনা হবে।

মন্ত্রী বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ে আওতায় সকল প্রকল্পে কাজের গুনগত মান বৃদ্ধি করা হবে। এখানে কোন দুর্নীতি মানা হবে না। তিনি বলেন, নতুন বছরের আমাদের অঙ্গীকার হচ্ছে পরিবহন ও সেতু বিভাগ থেকে দুর্নীতি কমিয়ে আনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ