ফিলিস্তিনিদের উপর হামলার নিন্দা মন্ত্রিসভার

cab pic.সিনিয়র রিপোর্টার, এবিসিনিউবিডি.

ঢাকা : ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এই হামলা পৃথিবীর নিকৃষ্টতম মানবাধিকার লংঘন। অনতিবিলম্বে এই হত্যা বন্ধের আহবান জানিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের মন্ত্রিসভা ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এ বিষয়ে মন্ত্রিসভা বলেছে, এই হামলা পৃথিবীর নিকৃষ্টতম মানবাধিকার লংঘন। অনতিবিলম্বে এই হত্যা বন্ধের জন্য মন্ত্রিসভা আহবান জানিয়েছে।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, দেশের স্থলবন্দগুলো (ড্রাই পোর্ট) আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষে জাতীসংঘের প্রতিষ্ঠান এস্ক্যাপ (বংপধঢ়) কর্তৃক প্রনীত ইন্টারগভার্নমেন্টাল এগ্রিমেন্ট অন ড্রাই পোর্ট শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীসংঘের প্রতিষ্ঠান এস্ক্যাপ (বংপধঢ়) কর্তৃক প্রনীত কয়েকটি দেশের স্থল বন্দর (ড্রাই পোর্ট) আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়ার পর ২০১৩ সালে এই প্রস্তাব এস্ক্যাপের সভায় অনুমোদিত হয়। বাংলাদেশ এই এস্ক্যাপের সদস্য। বাংলাদেশের পক্ষে সেই সভায় প্রধানমনন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী যোগ দেন। বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করতে আজ প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপন করে। মন্ত্রিসভা এই প্রস্তাব স্বাক্ষরের অনুমোদন দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ